National

গতদিনের তুলনায় ৩.৬ শতাংশ কমল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

দেশে দৈনিক সংক্রমণ এদিন গত দিনের তুলনায় ৩.৬ শতাংশ কম হয়েছে। এদিকে মৃত্যুও এদিন কমেছে। সিংহভাগ মৃত্যু হয়েছে মহারাষ্ট্র ও কেরালা এই ২ রাজ্যে।

Published by
News Desk

দেশে দৈনিক সংক্রমণ এদিন গতদিনের তুলনায় ৩.৬ শতাংশ কমল। দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। সেখানেই রয়েছে সংক্রমণ সংখ্যা।

এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৬৬৭ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৫৬ হাজার ৪৯৩ জন।

এদিন ২২ লক্ষ ২৯ হাজার ৭৯৮টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। আগের দিনের চেয়ে প্রায় আড়াই লক্ষ বেশি হয়েছে নমুনা পরীক্ষা।

এদিন মৃতের সংখ্যা গত দিনের চেয়ে বেশ কিছুটা কমেছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ৭৩২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৫৮ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১১৪ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন বেড়েছে। এদিন বেড়েছে ২ হাজার ৪৪৬ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৭ হাজার ৬৭৩ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ১.২১ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৭৪৩ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ৩৮ হাজার ৮৮ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭.৪৫ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts