National

মাথায় চলছে অস্ত্রোপচার, সজ্ঞানে গায়ত্রী মন্ত্রোচ্চারণ করে চলেছেন রোগী

একটি ভিডিও হৈচৈ ফেলে দিয়েছে। ভিডিওতে দেখা গেছে এক রোগীর মস্তিষ্কে অস্ত্রোপচার চলছে আর তিনি সজ্ঞানে মন্ত্রোচ্চারণ করে চলেছেন।

Published by
News Desk

গায়ত্রী মন্ত্রোচ্চারণ করে চলেছেন রোগী। সেই রোগী যাঁর মাথায় তখন জটিল অস্ত্রোপচার করছেন চিকিৎসকেরা। অথচ সজ্ঞানে রয়েছেন রোগী। কারণ তাঁকে পুরো অজ্ঞান করেননি চিকিৎসকেরা।

বরং স্থানীয়ভাবে অ্যানাস্থেসিয়া করে মস্তিষ্কে অস্ত্রোপচার করেন তাঁরা। তাও আবার কম সময় নয়। টানা ৪ ঘণ্টা চলে অপারেশন। এই ৪ ঘণ্টায় অধিকাংশ সময় ওই রোগী গায়ত্রী মন্ত্র জপ করে যান। যা স্পষ্ট শোনা গেছে।

শুধু তাই নয় মস্তিষ্কে অস্ত্রোপচার চলাকালীন তাঁর সঙ্গে চিকিৎসকেরা নানা কথা বলে চলেন। তাঁকে রামনাম জপ করতে বলেন। তাঁকে মাঝে মাঝে ফলের নামও জিজ্ঞেস করা হয়।

এভাবেই অস্ত্রোপচার চলাকালীন একটানা কখনও চিকিৎসকদের সঙ্গে কথা বলা, কখনও গায়ত্রী মন্ত্র জপ, কখনও রামনামের মধ্যে থাকেন রোগী।

কেন তাঁকে অজ্ঞান করা হল না? চিকিৎসকেরা জানাচ্ছেন রাজস্থানের চুরুর বাসিন্দা ৫৭ বছরের রিধামল রামের মস্তিষ্কের সেই অংশে একটি টিউমার ধরা পড়ে যেখানে রয়েছে মানুষের স্বর যন্ত্র নিয়ন্ত্রণের ক্ষমতা।

ফলে টিউমার বার করতে গেলে তাঁর কথা বলার ক্ষমতা পুরো হারিয়ে যেতে পারত। আবার প্যারালাইজড হওয়ার সম্ভাবনাও ছিল।

ফলে চিকিৎসকেরা তাঁকে পুরো অজ্ঞান করে অস্ত্রোপচারের ঝুঁকি নিতে পারেননি। তাঁকে লোকাল অ্যানাস্থেসিয়া করে তাঁর মাথায় ২ ইঞ্চির একটি ফুটো করে অস্ত্রোপচার করা হয়। বার করে আনা হয় টিউমারটি।

এই পুরো সময়ে তাঁর সঙ্গে কথা বলে বা তাঁকে কথা বলতে দিয়ে চিকিৎসকেরা বোঝার চেষ্টা চালিয়েছেন তাঁর ধ্বনি যন্ত্র ঠিক থাকছে কিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk