National

দেশে আরও বাড়ল দৈনিক সংক্রমণ, গতদিনের চেয়ে ৭.৪ শতাংশ বেশি

দেশে দৈনিক সংক্রমণ ফের বাড়ছে। টানা ২ দিন বেড়ে তা ২৮ হাজার থেকে পৌঁছে গেল ৪১ হাজারে। গতদিনের চেয়ে ৭.৪ শতাংশ বেড়েছে সংক্রমণ।

Published by
News Desk

দেশে দৈনিক সংক্রমণ ২ দিন আগেই যেখানে ২৮ হাজারে পৌঁছেছিল সেখানে তা ফের বেড়ে ২ দিনে পৌঁছে গেল ৪১ হাজারে। এদিন গতদিনের তুলনায় সংক্রমণ বাড়ল ৭.৪ শতাংশ।

দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছিল। সেখানেই রয়েছে সংক্রমণ সংখ্যা।

এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লক্ষ ৭৭ হাজার ৭০৬ জন।

এদিন ২১ লক্ষ ২৪ হাজার ৯৫৩টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৩ লক্ষ বেশি হয়েছে নমুনা পরীক্ষা।

এদিন মৃতের সংখ্যা প্রায় আগের দিনের মতই হয়েছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৪৯০ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৯ হাজার ৬৬৯ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৬৩ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১১৬ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন বেড়েছে। এদিন বেড়েছে ১ হাজার ৬৩৬ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৭ হাজার ৯৮৭ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়ে আছে ১.২১ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৬৯ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লক্ষ ৬০ হাজার ৫০ জন। সুস্থতার হার দাঁড়িয়ে আছে ৯৭.৪৫ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts