National

বিয়ের আসরে বরযাত্রীদের আনন্দ গুলি, বেঁকে বসলেন কনে

এক বিয়ের আসরে বরযাত্রীদের আনন্দ কনের বাড়িতে ডেকে আনল অন্ধকার। গুলিবিদ্ধ হলেন কনের প্রিয়জন। বরযাত্রীদের কাণ্ডে অন্য পদক্ষেপ করলেন কনে।

Published by
News Desk

বিয়ের আসরে বর হাজির হয়েছিলেন সময়েই। বরযাত্রীরাও সকলে হাজির। তাঁদের আপ্যায়নেও খামতি ছিলনা। কনেপক্ষের তরফে আয়োজনের ত্রুটি রাখা হয়নি।

এদিকে বিয়ে মানেই আনন্দ। সেই আনন্দের বহিঃপ্রকাশ হয় নানাভাবে। উত্তরভারতের অনেক জায়গায় বিয়ের আসরে গুলি চালিয়ে আনন্দ প্রকাশের চল রয়েছে।

ক্রমশ এই আনন্দ প্রকাশ অনেক জায়গায় প্রথায় পরিণত হয়েছে। যার বলি হতে হয়েছে অনেক নিরীহ মানুষকে। আনন্দে গুলি চালানোর সময় সে গুলি ছিটকে লেগেছে অন্যের দেহে।

কেউ আহত হয়েছেন। কারও মৃত্যু হয়েছে। এমনই কাণ্ড ঘটল এই বিয়ে বাড়িতেও। এখানে বরযাত্রীরা আনন্দে গুলি বর্ষণ শুরু করেন। সেই গুলি ছিটকে এসে লাগে কনের কাকার গায়ে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

কাকাকে এভাবে বরযাত্রীদের গুলিতে লুটিয়ে পড়তে দেখে এগিয়ে আসেন কনে। তারপর সাফ জানিয়ে দেন তিনি এ বিয়ে করবেননা।

যে পরিবার বিয়ের আসরেই এমন কাণ্ড ঘটাতে পারে, তাও তাঁর বাড়ির লোকজনের সামনে, সে পরিবারের তিনি বিয়ে হয়ে যাওয়ার পর সেখানে তিনি একা থাকলে তাঁর সঙ্গে তাহলে কী হবে?

কনে বিয়েতে সাফ না করে দেওয়ার পর ক্ষোভে ফুঁসতে থাকা কনের বাড়ির লোকজন বরের গাড়ি ভাঙচুর করেন। বরযাত্রীদের মারধর করে একটি ঘরে আটকেও রাখেন।

পরে পুলিশ এসে বর শাহজাদ ও তাঁর ২ ভাই পাপ্পু আর সানুকে গ্রেফতার করে। বিয়ে বাড়ির ভিডিও ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk