National

দেশে আরও বাড়ল সংক্রমণ, কমেছে মৃত্যু

দেশে দৈনিক সংক্রমণ কিছুটা বাড়ল। অন্যদিকে দেশে মৃত্যু কিছুটা হলেও কমেছে। বেড়েছে অ্যাকটিভ রোগী। তবে কী ফের উর্ধ্বমুখী সংক্রমণ? চিন্তা বাড়ছে।

Published by
News Desk

আগের দিনের তুলনায় কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪৪ হাজার ৬৪৩ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ৫৬ হাজার ৭৫৭ জন।

এদিন ১৬ লক্ষ ৪০ হাজার ২৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের তুলনায় সামান্য কমেছে নমুনা পরীক্ষা।

এদিকে আগের দিনের চেয়ে কিছুটা কমেছে একদিনে মৃত্যু সংখ্যা। গত একদিনে মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১২০ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১১৭ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন ফের বেড়েছে। এদিন বেড়েছে ৩ হাজার ৮৩ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৪ হাজার ১৫৯ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার ১.২৯ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.৩০ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৯৬ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১০ লক্ষ ১৫ হাজার ৮৪৪ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়ে আছে ৯৭.৩৬ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts