National

গত দিনের তুলনায় দেশে ৪০ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ

দেশে দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। ৪০ শতাংশ বাড়ল একদিনে। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যাও একদিনে বেড়েছে।

Published by
News Desk

আগের দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ। আগের দিনের তুলনায় এদিন দৈনিক সংক্রমণ ১২ হাজার বেড়েছে। গত দিনের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে সংক্রমণ।

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪২ হাজার ৬২৫ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার ১৩২ জন।

এদিন ১৮ লক্ষ ৪৭ হাজার ৫১৮টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের তুলনায় প্রায় ২ লক্ষ বেড়েছে নমুনা পরীক্ষা।

এদিকে আগের দিনের তুলনায় এদিন মৃতের সংখ্যা বেড়েছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৫৬২ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৫ হাজার ৭৫৭ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৭৭ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৪৮ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে গত একদিনে মৃত্যু।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন ফের বেড়েছে। এদিন বেড়েছে ৫ হাজার ৩৯৫ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৩৫৩ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার বেড়ে দাঁড়িয়েছে ১.২৯ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৬৬৮ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লক্ষ ৩৩ হাজার ২২ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭.৩৭ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts