ভারতীয় বিয়ে, প্রতীকী ছবি
পুলিশের হয়েছে মহাসমস্যা। এক তরুণীকে তাঁর প্রতিবেশি এক যুবক ও তাঁর ৫ সহযোগী অপহরণ করেছেন বলে প্রথমে অভিযোগ এসেছিল। সেইমত তদন্ত শুরু হয়েছিল।
তরুণীর বাড়ি থেকে পুলিশের কাছে অভিযোগ দায়েরের পর অভিযুক্তদের সঙ্গে অপহৃত তরুণীকে খুঁজছিল পুলিশ। কিন্তু হদিশ মিলছিল না। যা নিয়ে তরুণীর বাড়ির যথেষ্ট ক্ষোভ ছিল।
আর ঠিক এর মধ্যেই পুলিশ জানতে পারে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ঘুরছে। যেখানে ওই অপহৃত তরুণীকে দেখা গেছে।
তরুণী দাবি করেছেন যে তাঁকে যিনি অপহরণ করেছিলেন বলে অভিযোগ সেই সলমনকে তিনি বিয়ে করে ফেলেছেন।
তরুণী এটাও দাবি করেন যে সলমনের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের পরিচয়। তাঁদের সম্পর্ক ছিল। যা হয়েছে তা স্বেচ্ছায় হয়েছে। কোনও অপহরণ হয়নি।
এই ভিডিও দেখে পুলিশ পড়ছে দোটানায়। এদিকে এই ভিডিও দেখার পরও নিজেদের অবস্থান থেকে সরেনি ওই তরুণীর পরিবার।
তাদের দাবি তাদের মেয়েকে অপহরণ করে ভয় দেখিয়ে এসব কথা জোর করে বলিয়ে নিয়েছেন সলমন ও তাঁর ৫ সহযোগী। তাঁদের মেয়ের কোনও ক্ষতি হওয়ার আগে যেন পুলিশ দ্রুত তাঁদের খুঁজে বার করে।
পুলিশ অবশেষে জানিয়েছে তারা ওই তরুণীকে উদ্ধারের চেষ্টায় ত্রুটি করছে না। তাঁকে উদ্ধার করে সলমন ও তাঁর সহযোগীদের পাকড়াও করার কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা