National

মাসের শেষ দিনেও ৪০ হাজারের ঘরেই রইল দৈনিক সংক্রমণ

দেশে দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় ৬ শতাংশ কম হল। এদিকে পরপর ২ দিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে। বেড়েছে মৃত্যু।

Published by
News Desk

জুলাই মাসের শেষে পৌঁছে দেশের দৈনিক সংক্রমণ কিন্তু উল্লেখযোগ্যভাবে নিম্নগামী হল না। আগের দিনের তুলনায় এদিন দৈনিক সংক্রমণ ৬ শতাংশ নিচে নামল।

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪১ হাজার ৬৪৯ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লক্ষ ১৩ হাজার ৯৯৩ জন।

এদিন ১৭ লক্ষ ৭৬ হাজার ৩১৫টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে প্রায় ৫০ হাজার কমেছে নমুনা পরীক্ষা।

এদিকে আগের দিনের চেয়ে এদিনের মোট মৃতের সংখ্যা কমেছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ৮১০ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৩১ জনের। কেরালায় একদিনে মৃত্যু হয়েছে ১১৬ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিনও বেড়েছে। এদিন বাড়ল ৩ হাজার ৭৬৫ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৯২০ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার বেড়ে দাঁড়িয়েছে ১.২৯ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ২৯১ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৮১ হাজার ২৬৩ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়ে আছে ৯৭.৩৭ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts