National

ধসে নেমে এল আস্ত পাহাড়, প্রাণপণ ছুটে বাঁচলেন স্থানীয়রা

পাহাড়ি এলাকায় এক টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামে। এবার পাহাড়টাই প্রায় ধসে নেমে এল। এমনই এক দৃশ্য দেখলেন সেই অঞ্চলের মানুষ।

Published by
News Desk

বৃষ্টি টানা চলেই চলেছে। তার জেরে পাহাড় ক্রমশ আতঙ্কের হয়ে উঠছে। না হওয়ার কিছু নেই। টানা বৃষ্টিতে পাহাড় যতটা সুন্দর ততটাই ভয়ংকর।

হিমাচল প্রদেশে একটানা বৃষ্টি চলছে। হিমাচলের সিরমৌর জেলার কামরাউ এলাকায় একটি আস্ত পাহাড়ই ধসে গেছে প্রায়। পাহাড়ের সিংহভাগই ধসে নেমে এসেছে।

পাহাড় থেকে ধস নামা বর্ষার সময় নতুন কিছু নয়। কিন্তু আস্ত পাহাড়কেই নেমে আসতে দেখে হাড়হিম হয়ে আসে স্থানীয়দের।

প্রাণ বাঁচাতে প্রাণপণ ছুটতে শুরু করেন তাঁরা। যে যেদিকে পারেন ছুটে পালান। ফলে প্রাণে রক্ষা পান তাঁরা।

এদিকে ধসে প্রাণ না গেলেও পুনতা সাহিব-শিলাই হাইওয়ে অবরুদ্ধ হয়ে গেছে। প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে রাস্তার ওপর পাহাড়ের স্তূপ পড়ে আছে। তা সরানোর কাজ শুরু হয়েছে। তবে তা সময়সাপেক্ষ কাজ।

এদিকে হিমাচলের লাহুল স্পিতি-র উদয়পুরে ধস নেমে আটকে পড়েন ১৫০ জন পর্যটক। গত ৩ দিন ধরে সেখানে আটকে ছিলেন পর্যটকেরা।

অবশেষে এদিন তাঁদের উদ্ধার করা হয়। খরস্রোতা পাহাড়ি নদীর ওপর অস্থায়ী ফুট ব্রিজ বানিয়ে পর্যটক সহ স্থানীয় মানুষকে উদ্ধার করা হয়।

প্রসঙ্গত এই উদয়পুরেই ৭ জন হড়পা বানে ভেসে গিয়েছিলেন গত ২৮ জুলাই। যখন সেখানে মেঘ ভাঙা বৃষ্টি হয়। গোটা হিমাচল প্রদেশ জুড়েই এখন প্রবল বৃষ্টি চলছে।

ক্রমশ পাহাড়ের অবস্থা শোচনীয় হয়ে উঠছে। জায়গায় জায়গায় ধস নামছে পাহাড় থেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk