National

দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ, গ্রেফতার বিক্ষোভকারীরা

Published by
News Desk

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাসভবনের ঠিকানা ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউ। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এদিন বিকেলে এই বাড়িতেই এসে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সাংবাদিক বৈঠকে বিজেপির লালবাজার অভিযানকে ইস্যুহীন গুণ্ডামি বলে ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। বিজেপি ও সিপিএমকে রাজ্যে কে ২ নম্বর দল আর কে ৩ নম্বর তার লড়াই চলছে বলেও কটাক্ষ করেন তিনি। তারপর এদিন বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আসার পর আচমকাই বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কয়েকজন বিজেপি সমর্থক। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাড়ির সামনে মোতায়েন পুলিশ তাঁদের গ্রেফতার করে। যদিও এমন ঘটনাকে ভাল চোখে নিচ্ছে না তৃণমূল কংগ্রেস। একে রাজনৈতিক অসৌজন্য বলেই ব্যাখ্যা করেছে তৃণমূল নেতৃত্ব।

 

Share
Published by
News Desk