National

২ দিন দেশে সংক্রমণ এক জায়গায়, ফের ৪ লক্ষে অ্যাকটিভ রোগী

দেশে দৈনিক সংক্রমণ টানা ২ দিন একই জায়গায় রয়ে গেল। এদিকে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে। ফলে তা ফের ৪ লক্ষের ঘরে ঢুকে পড়েছে।

Published by
News Desk

দেশ থেকে করোনার দ্বিতীয় ঢেউ এখনও পুরোপুরি বিদায় নেয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। দৈনিক সংক্রমণ কোনও দিন বাড়ছে তো কোনও দিন কমছে।

গত ২ দিনে অবশ্য দৈনিক সংক্রমণ একই জায়গায় রয়ে গেছে। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪৩ হাজার ৫০৯ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ২৮ হাজার ১১৪ জন।

এদিন ১৭ লক্ষ ২৮ হাজার ৭৯৫টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে সামান্য কমেছে নমুনা পরীক্ষা। এদিকে আগের দিনের মৃতের সংখ্যার সঙ্গে এদিনের মোট মৃতের সংখ্যা মিলে গেছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৬৪০ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২২ হাজার ৬৬২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৬ জনের। কেরালায় একদিনে মৃত্যু হয়েছে ১৩১ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন বেড়ে গেল। এদিন বাড়ল ৪ হাজার ৪০৪ জন। যার হাত ধরে দেশে অ্যাকটিভ রোগী সংখ্যা বেড়ে ফের ৪ লক্ষের ঘরে ঢুকে পড়েছে।

দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩ হাজার ৮৪০ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার বেড়ে দাঁড়িয়েছে ১.২৮ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৪৬৫ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ১ হাজার ৬১২ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭.৩৮ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus