National

১৩২ দিন পর ৩০ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ

দেশে দৈনিক সংক্রমণ অনেকটা নেমে গেল মঙ্গলবার। ১৩২ দিন পর দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নামল। মহারাষ্ট্রে দীর্ঘদিন পর মৃত্যু নামল ২ অঙ্কে।

Published by
News Desk

দেশ থেকে করোনার দ্বিতীয় ঢেউ এখনও পুরোপুরি বিদায় নেয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। দৈনিক সংক্রমণ কোনও দিন বাড়ছে তো কোনও দিন কমছে।

এদিন দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় অনেকটাই কমেছে। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ২৯ হাজার ৬৮৯ জন।

১৩২ দিন পর ৩০ হাজারের নিচে নামল একদিনে সংক্রমিতের সংখ্যা। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার ৯৫১ জন।

এদিন ১৭ লক্ষ ২০ হাজার ১১০টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের থেকে প্রায় সাড়ে ৫ হাজার বেড়েছে নমুনা পরীক্ষা।

গত একদিনে মৃত্যু হয়েছে ৪১৫ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২১ হাজার ৩৮২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

দীর্ঘদিন পর এদিন মহারাষ্ট্রে একদিনে মৃত্যু ২ অঙ্কে নামল। তবে দেশের একটি রাজ্যে ৩ অঙ্কই হল মৃতের সংখ্যা। কেরালায় গত একদিনে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমেছে। এদিন কমেছে ১৩ হাজার ৮৯ জন। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে এদিন দীর্ঘদিন পর ৪ লক্ষের নিচে নামল। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ১০০ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.২৭ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৩৬৩ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লক্ষ ২১ হাজার ৪৬৯ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৩৯ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts