National

এদিন ফের বাড়ল সংক্রমণ, ২ রাজ্যে সংক্রমিত ২৫ হাজার

দেশে কিছুটা হলেও বাড়ল দৈনিক সংক্রমণ। দেশের মাত্র ২টি রাজ্যেই করোনা সংক্রমিত হয়েছেন ২৫ হাজার মানুষ। মহারাষ্ট্রে ফের বাড়ল মৃত্যু।

Published by
News Desk

দেশ থেকে করোনার দ্বিতীয় ঢেউ এখনও পুরোপুরি বিদায় নেয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। দৈনিক সংক্রমণ কোনও দিন বাড়ছে তো কোনও দিন কমছে। আগের দিনের পর এদিনও দৈনিক সংক্রমণ বেড়েছে। তবে তা সামান্যই।

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৯ হাজার ৭৪২ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ৭১ হাজার ৯০১ জন।

এদিন ১৭ লক্ষ ১৮ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে কিছুটা বেড়েছে নমুনা পরীক্ষা। গত একদিনে মৃত্যু হয়েছে ৫৩৫ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২০ হাজার ৫৫১ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ২২৪ জনের। মহারাষ্ট্র ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ফের কমেছে। এদিন কমেছে ৭৬৫ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮ হাজার ২১২ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়ে আছে ১.৩০ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৯৭২ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লক্ষ ৪৩ হাজার ১৩৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়ে আছে ৯৭.৩৬ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts