National

চা খেতে এসে পাতালে তলিয়ে গেলেন বাবা-ছেলে, উত্তপ্ত ঝরিয়া

Published by
News Desk

ঝাড়খণ্ডের ঝরিয়ার ইন্দিরা মেন রোডের একটি চায়ের দোকানে বুধবার সকালে চা খেতে আসেন বাবলু শেখ। সঙ্গে ছিল তাঁর ছেলে রহিম। আচমকাই দোকানের সামনে মাটি ধসে যায়। মাটিতে ঢুকে যায় ছেলে রহিম। ছেলেকে ঢুকে যেতে দেখে বাবলু শেখ ঝাঁপিয়ে তাকে বাঁচাতে গেলে তিনিও মাটির তলায় তলিয়ে যান। বাবা-ছেলের পাতাল প্রবেশে এলাকার মানুষ ছুটে আসেন। কিন্তু মাটির হাঁ মুখ দিয়ে তখন গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া। ফলে ২ জনকে উদ্ধারের কোনও সুযোগই ছিলনা বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পরই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ে। শুরু হয় পথ অবরোধ। পুলিশ এসে অবস্থা সামলানোর চেষ্টা করলে পুলিশের ওপরও চড়াও হয় ক্ষুব্ধ জনতা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। তবে বাবা-ছেলের এখনও কোনও খোঁজ মেলেনি।

 

Share
Published by
News Desk