National

দেশে কমল একদিনে সংক্রমণ, মৃত্যু নামল ৫০০-র নিচে

দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ। কমেছে মৃত্যুও। দীর্ঘদিন পর একদিনে মৃতের সংখ্যা ৫০০-র নিচে নামল। দেশে ২ রাজ্যে এদিন ৩ অঙ্কে রয়েছে মৃত্যু।

Published by
News Desk

দেশ থেকে করোনার দ্বিতীয় ঢেউ এখনও পুরোপুরি বিদায় নেয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। দৈনিক সংক্রমণ কোনও দিন কমছে তো কোনও দিন বাড়ছে।

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৫ হাজার ৩৪২ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লক্ষ ৯৩ হাজার ৬২ জন।

এদিন ১৬ লক্ষ ৬৮ হাজার ৫৬১টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে প্রায় ২ লক্ষ কমেছে নমুনা পরীক্ষা। গত একদিনে মৃত্যু ৫০০-র নিচে নেমেছে। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৯ হাজার ৪৭০ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ১২০ জনের। এছাড়া কেরালায় মৃত্যু হয়েছে ১২২ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে গত একদিনে মৃতের সংখ্যা।

এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ৩ হাজার ৮৮১ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫ হাজার ৫১৩ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়ে আছে ১.৩০ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৭৪০ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লক্ষ ৬৮ হাজার ৭৯ জন। সুস্থতার হার দাঁড়িয়ে আছে ৯৭.৩৬ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts