National

দেশে লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ, মহারাষ্ট্রের জেরে মৃত্যুতেও লাফ

দেশে এক লাফে অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ। এদিন উল্লেখযোগ্যভাবে বেড়েছে মৃত্যুও। মহারাষ্ট্রের হাত ধরে মৃত্যু ৪ হাজার।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখনও বিদায় নেয়নি। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞেরা। যদিও দৈনিক সংক্রমণ কখনও কমছে, কখনও বাড়ছে। আগের দিন দৈনিক সংক্রমণ এক ধাক্কায় কমার পর একদিনের ব্যবধানে তা লাফিয়ে বেড়েছে।

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪২ হাজার ১৫ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭ জন।

এদিন ১৮ লক্ষ ৫২ হাজার ১৪০টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে প্রায় ৬০ হাজার বেড়েছে নমুনা পরীক্ষা।

গত একদিনে মৃত্যু উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মহারাষ্ট্রে মৃত্যু সংখ্যার অডিট রিপোর্টের হাত ধরে মৃতের সংখ্যা একদিনে ঠেকেছে ৩ হাজার ৬৫৬ জনে। যদিও এই হিসাবে আগে যুক্ত না হওয়া মৃত্যু সংখ্যা রয়েছে। কিন্তু মহারাষ্ট্রের এদিনের সংখ্যা দেশের মোট দৈনিক মৃত্যু সংখ্যাকে এদিন ৪ হাজারে দাঁড় করিয়ে দিয়েছে। মৃত্যু হয়েছে ৩৯৯৮ জনের।

দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৮ হাজার ৪৮০ জন। দেশে মৃত্যুর হার ১.৩৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.৩৪ শতাংশ।

প্রসঙ্গত মহারাষ্ট্রে আগের দিনই একদিনে মৃত্যু সংখ্যা ২ অঙ্কে নেমেছিল। এছাড়া এদিন কেরালায় মৃত্যু হয়েছে ১০৪ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে গত একদিনে মৃতের সংখ্যা।

এদিন ফের দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে। এদিন বেড়েছে ১ হাজার ৪০ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭ হাজার ১৭০ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়ে আছে ১.৩০ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৯৭৭ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লক্ষ ৯০ হাজার ৬৮৭ জন। সুস্থতার হার কমে হয়েছে ৯৭.৩৬ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025