National

দেশে একই অঙ্কে ওঠানামা করছে সংক্রমণ, মৃত্যু ৫০০-র নিচে

দেশে এদিন কমল দৈনিক সংক্রমণ। গত দিনের তুলনায় ৭.২ শতাংশ কম এদিনের সংক্রমণ। গত কয়েকদিনে একই জায়গায় ওঠানামা করছে সংক্রমণ।

Published by
News Desk

দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখনও বিদায় নেয়নি। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞেরা। যদিও দৈনিক সংক্রমণ কখনও কমছে, কখনও বাড়ছে। গত একদিনে দৈনিক সংক্রমণ কমেছে। গত দিনের তুলনায় ৭.২ শতাংশ কমেছে সংক্রমণ।

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৮ হাজার ১৬৪ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লক্ষ ৪৪ হাজার ২২৯ জন।

এদিন ১৪ লক্ষ ৬৩ হাজার ৫৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে প্রায় ৫ লক্ষ কম হয়েছে নমুনা পরীক্ষা।

গত একদিনে মৃত্যু ৫০০-র নিচে নেমেছে। মৃত্যু হয়েছে ৪৯৯ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৪ হাজার ১০৮ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৩ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৮০ জনের। মহারাষ্ট্র ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যুর সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

এদিন ফের দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ৯৯৫ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২১ হাজার ৬৬৫ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার গতদিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ১.৩৫ শতাংশে।

দেশে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৬৬০ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লক্ষ ৮ হাজার ৪৫৬ জন। সুস্থতার হার রয়েছে ৯৭.৩২ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts