National

দেশে গতদিনের চেয়ে ৭.৮ শতাংশ বাড়ল সংক্রমণ

দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ। গতদিনের তুলনায় ৭.৮ শতাংশ বেশি হয়েছে এদিনের সংক্রমণ। অন্যদিকে গত একদিনে দেশে মৃত্যু হয়েছে ৫১৮ জনের।

Published by
News Desk

দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখনও বিদায় নেয়নি। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞেরা। যদিও দৈনিক সংক্রমণ কখনও কমছে, কখনও বাড়ছে। গত একদিনে দৈনিক সংক্রমণ বেড়েছে। গতদিনের তুলনায় ৭.৮ শতাংশ বেড়েছে সংক্রমণ।

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪১ হাজার ১৫৭ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লক্ষ ৬ হাজার ৬৫ জন।

এদিন ১৯ লক্ষ ৩৬ হাজার ৭০৯টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত একদিনে মৃত্যু হয়েছে ৫১৮ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৩ হাজার ৬০৯ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৩ শতাংশে।

মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ১২৪ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১১৪ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

এদিন ফের দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১ হাজার ৩৬৫ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২২ হাজার ৬৬০ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার গতদিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ১.৩৬ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৪ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২ লক্ষ ৬৯ হাজার ৭৯৬ জন। সুস্থতার হার রয়েছে ৯৭.৩১ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts