National

দেশে আরও বাড়ল দৈনিক সংক্রমণ, বাড়ল অ্যাকটিভ রোগীও

দেশে ফের বেড়ে গেল দৈনিক সংক্রমণ। গত দিনের তুলনায় ৭.৭ শতাংশ বেশি হয়েছে এদিনের সংক্রমণ। অনেকদিন পর অ্যাকটিভ রোগী একদিনে বাড়ল।

Published by
News Desk

দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখনও বিদায় নেয়নি। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞেরা। যদিও দৈনিক সংক্রমণ কখনও কমছে, কখনও বাড়ছে।

গত একদিনে দৈনিক সংক্রমণ আরও বেড়েছে। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪১ হাজার ৮০৬ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০ জন।

এদিন ১৯ লক্ষ ৪৩ হাজার ৪৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে কিছুটা বেড়েছে।

দেশে মৃতের সংখ্যা কমেছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৫৮১ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৩ শতাংশে।

গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৭০ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১২৮ জনের। এই ২ রাজ্য ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

অনেকদিন কমার পর এদিন ফের দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ল। এদিন বেড়েছে ২ হাজার ৯৫ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৪১ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার গতদিনের জায়গাতেই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে ১.৩৯ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ১৩০ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১ লক্ষ ৪৩ হাজার ৮৫০ জন। সুস্থতার হার এদিন গতদিনের জায়গাতেই দাঁড়িয়ে আছে। রয়েছে ৯৭.২৮ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts