National

আকাশ থেকে নেমে এল বিদ্যুতের ঝলকানি, মৃত ৩৮

আকাশ থেকে নেমে আসা বিদ্যুতের ঝলকানি কেড়ে নিল ৩৮টি প্রাণ। কেউ ছিলেন মাঠের কাছে, কেউ ছিলেন রাস্তায়, কেউ গাছের নিচে। মৃত্যু কাউকে ছাড়েনি।

Published by
News Desk

ভারতে এখন ঝড়বৃষ্টির সঙ্গে অগুন্তি বাজ পড়ার প্রবণতা বেড়েছে। যা বহু মানুষের প্রাণ কাড়ছে। এমনই প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু বাজ পড়ার ঘটনা প্রতি বছরই মানুষের প্রাণ কেড়ে চলেছে।

কিছুদিন আগে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় এমনই মর্মান্তিক ঘটনা ঘটে। গত রবিবার সন্ধেয় একটা ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত কেড়ে নিয়েছে একইভাবে ৩৮টি প্রাণ।

উত্তরপ্রদেশের সিংহভাগ জুড়ে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। সেইসঙ্গে শুরু হয় বাজ পড়া। আকাশের বুক চিরে অসংখ্য বার জ্বলে ওঠে বিদ্যুতের ঝলকানি। আর সেই ঝলকানি ১১টি জেলা জুড়ে তাণ্ডব চালায়। কেড়ে নেয় ৩৮টি প্রাণ।

প্রয়াগরাজে ১৪ জন, ৫ জন কানপুরে, ফিরোজাবাদ ও কৌশাম্বীতে ৩ জন করে, উন্নাও এবং চিত্রকূটে ২ জন করে মানুষের প্রাণ কেড়েছে বজ্রপাত। এছাড়া প্রতাপগড়, আগ্রা, বারাণসী, গাজিপুর, বালিয়া ও রায়বরেলি থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

একটা সন্ধের ঝড়বৃষ্টি যেভাবে মানুষের প্রাণ কেড়েছে তাতে দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলাগুলির প্রশাসনিক কর্তাদের দ্রুত মৃতদের পরিবারের কাছে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

ভারতে গত কয়েক বছরে এই বাজ পড়ার প্রবণতা বেড়েছে। যার ফলে বাজ পড়ে মৃত্যুর ঘটনাও বেড়েছে। বিশেষত উত্তর ও পূর্ব ভারতে এই বাজ পড়ার প্রবণতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসাবে প্রাথমিকভাবে আবহাওয়ার পরিবর্তনকেই দায়ী করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk