National

করোনা রোগীদের দেহ থেকে গয়না লোপাট, অন্য পথে কিনারা

করোনা রোগীদের মৃতদেহ হোক বা অজ্ঞান রোগী, দেহে থাকা গয়না লোপাট হচ্ছিল। আর সে খবর ছিল পুলিশের কাছে। অবশেষে অন্য পথে হল কিনারা।

করোনা আক্রান্ত অনেক রোগীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে কেউ জিতছেন, কারও লড়াই শেষ হচ্ছে হাসপাতালের বেডেই।

করোনায় মৃতদের দেহ থেকেও ছড়াতে পারে করোনা। তাই দেহের সৎকারেও রয়েছে নানা নিয়ম। পরিবারের লোকই দেহের কাছে ঘেঁষতে সব নিয়ম মানছেন। সেই করোনায় মৃতদের দেহে থাকা সোনার গয়নাও লোপাট হয়ে যাচ্ছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এ খবর পুলিশের কাছে ছিল। এমন ৩ জন মৃতের দেহ থেকে গয়না কে বা কারা চুরি করেছে বলে অভিযোগ জমা পড়ে। এমনও ৪টি অভিযোগ জমা পড়ে যে ৪ জন রোগী অজ্ঞান অবস্থায় থাকাকালীন তাঁদের গা থেকে গয়না খুলে নেওয়া হয়েছে।

৭টি অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। হায়দরাবাদের সাইবারাবাদ পুলিশ দেখে সবকটি ঘটনাই ঘটেছে টিআইএমএস হাসপাতালে।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে এর পিছনে রয়েছে এক দম্পতির হাত। ২ জনেই হাসপাতালে কেয়ারটেকারের কাজ করে। কিন্তু পুলিশ তাদের হাতেনাতে ধরার জন্য জাল পাতে।

গোপনে খবর নিতে থাকে তারা কোথায় যাচ্ছে, কী করছে। এভাবেই তাদের কাছে খবর আসে ওই দম্পতি সোনা ও রূপোর চুরি করা গয়না নিয়ে যাচ্ছে বিক্রি করতে।

পুলিশ ওত পেতে অপেক্ষায় থাকে। আর ঠিক বিক্রি করার সময় তাদের পাকড়াও করে পুলিশ। এভাবে হাতেনাতে ধরা পড়ার পর তাদের আর সব স্বীকার করা ছাড়া উপায় ছিলনা। পুলিশ ২ জনকেই গ্রেফতার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More