National

জামিন পেলেন রোজভ্যালি কাণ্ডে ধৃত সুদীপ বন্দ্যোপাধ্যায়

Published by
News Desk

প্রায় সাড়ে ৪ মাস বন্দি থাকার পর অবশেষে রোজভ্যালি কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল ওড়িশা হাইকোর্ট। সিবিআইয়ের তোলা প্রভাবশালী তত্ত্ব কার্যত খারিজ করেই এদিন সুদীপবাবুর জামিনের আর্জিতে সবুজ সংকেত দেন ওড়িশা হাইকোর্টের বিচারপতি জে পি দাস। তবে জামিন হয়েছে শর্তসাপেক্ষে। ২৫ লক্ষ টাকার ব্যক্তিগত বণ্ডে জামিন মঞ্জুর হয়েছে। জামিনে মুক্ত থাকাকালীন তিনি বিদেশে যেতে পারবেন না। তাঁকে তাঁর পাসপোর্ট সিবিআইয়ের কাছে জমা রাখতে হবে। সর্বোপরি যে যুক্তিকে সামনে রেখে সিবিআই সুদীপবাবুর জামিনের বিরোধিতা করে আসছিল, যে তিনি অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। মুক্তি পেলে এই তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করবেন। সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবেন। এই প্রসঙ্গ সামনে রেখে আদালত এদিন জানিয়েছে, সুদীপবাবু জামিন পেলেও তিনি কোনওভাবেই এই মামলায় প্রভাব খাটাতে পারবেন না। এদিন সকালে সুদীপবাবুর জামিন মঞ্জুর হওয়ার পর তাঁর পরিবারকে সেকথা জানান সুদীপবাবুর আইনজীবী। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এখন কলকাতায়। তাঁকেও সেকথা জানানো হয়। তৃণমূলের তরফেও এই খবরে খুশি ব্যক্ত করা হয়েছে। সুদীপবাবু এখন অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি। এদিন তাঁর অসুস্থতার প্রসঙ্গও জামিনের আর্জি জানাতে গিয়ে আদালতকে জানান সুদীপবাবুর আইনজীবী। প্রসঙ্গত কয়েকদিন আগে অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভুবনেশ্বরের হাসপাতালে যান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন খাতায় কলমে জামিন হয়ে গেলেও আদালতের নিয়মকানুন মেনে সুদীপবাবুর জেল হেফাজত থেকে বার হতে আরও ১-২ দিন লাগবে বলেই মনে করছেন আইনজীবীরা। এদিকে এই রায়ের বিরুদ্ধে সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলেই খবর।

 

Share
Published by
News Desk