National

ফের দেশে বেড়ে গেল সংক্রমণ, লাফিয়ে বাড়ল মৃত্যুও

স্বস্তি বাড়িয়ে ১১১ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ দেখার পরদিনই ফের বেড়ে গেল একদিনে সংক্রমণ। দৈনিক মৃত্যুও কার্যত লাফিয়ে বেড়েছে এদিন।

Published by
News Desk

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখন অনেকটাই স্তিমিত। তবে দৈনিক সংক্রমণ খুব ধীর গতিতে নামছে। কোনও কোনও দিন কমতে থাকা সংক্রমণ লাফিয়ে বেড়েও যাচ্ছে।

এদিন দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪৩ হাজার ৭৩৩ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ৬৬৫ জন।

এদিন ১৯ লক্ষ ৭ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে প্রায় আড়াই লক্ষ বেড়েছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যাও গত দিনের তুলনায় লাফিয়ে বেড়েছে। মৃত্যু হয়েছে ৯৩০ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪ হাজার ২১১ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৩২ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৯৫ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৪২ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ৪ হাজার ৪৩৭ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৯২০ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৫০ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৭ হাজার ২৪০ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ৫৩৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.১৮ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus