National

দ্বিতীয় দফায় প্রণব মুখোপাধ্যায়কেই রাষ্ট্রপতি করতে মমতা, নীতীশ এক সুর

Published by
News Desk

বিরোধী দলগুলির সঙ্গে কথা বলে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেই দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি করা হোক। ইতিমধ্যেই কেন্দ্রকে এই পরামর্শ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ঘুরিয়ে বুঝিয়েও দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের দ্বিতীয় টার্মের যে দাবি কংগ্রেস তুলেছে তাতে তাঁর পরিস্কার সমর্থন রয়েছে। এটা বিজেপির জন্য অবশ্যই চাপের। কারণ প্রবণ মুখোপাধ্যায়কে যে বিজেপি রাষ্ট্রপতি হিসাবে ফের সুযোগ দিতে চায় না তা ঠারেঠোরে বুজিয়ে দিয়েছে তারা। বিভিন্ন নামও উঠে আসছে পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে। এই অবস্থায় প্রণব মুখোপাধ্যায়কেই রাষ্ট্রপতি রাখার দাবিতে সওয়াল করেছে কংগ্রেস। পাশে পেয়েছে নীতীশকে। পাশে পেয়েছে তৃণমূল কংগ্রেসকেও। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন প্রণব মুখোপাধ্যায়ই দ্বিতীয় দফায় রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করুন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা বলতে এদিন দিল্লি গিয়েছেন তিনি। মূলত কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলাই তাঁর উদ্দেশ্য।

 

Share
Published by
News Desk