National

মাসের শুরুতে আবার বাড়ল সংক্রমণ, হাজার পার মৃত্যু

মাসের শুরুটা দেশবাসীর জন্য স্বস্তির হল না। গত মাসের শেষ দিনের পর এই মাসের প্রথম দিনেও বাড়ল দৈনিক সংক্রমণ। মৃত্যুও এদিন ফের ১ হাজারের ঘরে ফেরত গেল।

Published by
News Desk

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখন অনেকটাই স্তিমিত। তবে গত মাসের শেষ দিনের পর এ মাসের প্রথম দিনটা আগের দিনের মতই অস্বস্তির হল।

গত দিনের চেয়ে এদিন সংক্রমণ ৬ শতাংশ বেশি হয়েছে। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪৮ হাজার ৭৮৬ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ জন।

এদিন ১৯ লক্ষ ২১ হাজার ৪৫০টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় সামান্য কমেছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় বেড়েছে। তা ফের হাজারের ঘরে ফেরত গেছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৫ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩১ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৪১ জনের। কেরালায় মারা গেছেন ১৪২ জন। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১১১ জনের। তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১১৩ জনের।

এই ৪ রাজ্য ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১৩ হাজার ৮০৭ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৭২ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজার ৫৮৮ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৯৭ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts