National

মাস শেষে গতদিনের চেয়ে ২২ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ

মাসের শেষ দিনটায় এসে তার আগের দিনের স্বস্তি অনেকটাই কেড়ে নিল সংক্রমণ সংখ্যা। আগের দিনের চেয়ে ২২ শতাংশ বাড়ল একদিনে সংক্রমণ।

Published by
News Desk

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখন অনেকটাই স্তিমিত। তবে মাসের শেষ দিনটা আগের দিনের তুলনায় অস্বস্তির। গত দিনের চেয়ে এদিন সংক্রমণ ২২ শতাংশ বেশি হয়েছে।

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪৫ হাজার ৯৫১ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন।

এদিন ১৯ লক্ষ ৬০ হাজার ৭৫৭টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ২ লক্ষ বেড়েছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় কমেছে। মৃত্যু হয়েছে ৮১৭ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩১ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৩১ জনের। কেরালায় মারা গেছেন ১০৪ জন। তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১১৮ জনের। এই ৩ রাজ্য ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যুর সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১৫ হাজার ৫৯৫ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩৭ হাজার ৬৪ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৭৭ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ৭২৯ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লক্ষ ২৭ হাজার ৩৩০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৯২ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts