National

৩ মাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, স্বস্তি বাড়িয়ে কমল মৃত্যুও

দেশে এদিন অনেকটা নামল দৈনিক সংক্রমণ। ৩ মাসে সর্বনিম্ন সংক্রমণ ধরা পড়েছে গত একদিনে। যা অবশ্যই দেশবাসীর জন্য স্বস্তির।

Published by
News Desk

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও অনেকটাই স্তিমিত। গত একদিনে সংক্রমণ আবার ৩ মাসে সর্বনিম্ন রেকর্ড হয়েছে। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৭ হাজার ৫৬৬ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন।

এদিন ১৭ লক্ষ ৬৮ হাজার ৮টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ২ লক্ষ বেড়েছে। এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় কমেছে। মৃত্যু হয়েছে ৯০৭ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩১ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৭ জনের। কেরালায় মারা গেছেন ১১০ জন। এই ২ রাজ্য ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ২০ হাজার ৩৩৭ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৮২ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ হাজার ৯৯৪ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৮৭ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts