National

দেশে অনেকটা নামল সংক্রমণ, মৃত্যুও হাজারের নিচে

দেশে এদিন অনেকটা নামল দৈনিক সংক্রমণ। দেশে দৈনিক মৃত্যুও দীর্ঘদিন পর ১ হাজারের নিচে নেমেছে। যা অবশ্যই দেশবাসীর জন্য স্বস্তির।

Published by
News Desk

দেশে এদিন অনেকটা কমেছে সংক্রমণ। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪৬ হাজার ১৪৮ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১ জন।

এদিন ১৫ লক্ষ ৭০ হাজার ৫১৫টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ২ লক্ষ কমেছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় কমেছে। দীর্ঘদিন পর দেশে একদিনে মৃত্যু ১ হাজারের নিচে নামল। মৃত্যু হয়েছে ৯৭৯ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৬ হাজার ৭৩০ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩১ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪০৫ জনের। এছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা। মহারাষ্ট্র ছাড়া বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১৩ হাজার ৪০৯ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭২ হাজার ৯৯৪ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ১.৮৯ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৮ হাজার ৫৭৮ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৩ লক্ষ ০৯ হাজার ৬০৭ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৮০ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts