National

ফের বেড়ে ৫০ হাজারে একদিনে সংক্রমণ, বাড়ল মৃত্যুও

দেশে এদিন ফের বাড়ল দৈনিক সংক্রমণ। বেড়ে এদিন ফের একদিনে সংক্রমণ ৫০ হাজারের ঘরে ঢুকল। দেশে দৈনিক মৃত্যুও কিছুটা বেড়েছে।

Published by
News Desk

এদিন বেড়ে ফের ৫০ হাজারের ঘরে পৌঁছে গেছে সংক্রমণ সংখ্যা। গত দিনের তুলনায় ২.৭ শতাংশ বেড়েছে সংক্রমণ। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৫০ হাজার ৪০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২ লক্ষ ৩৩ হাজার ১৮৩ জন।

এদিন ১৭ লক্ষ ৭৭ হাজার ৩০৯টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় ৩০ হাজার বেড়েছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় বেড়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৮ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার ৭৫১ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩১ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫১১ জনের। এছাড়া কর্ণাটকে ১১৫ জনের, কেরালায় ১১৮ জনের ও তামিলনাড়ুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৪টি রাজ্য ছাড়া বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ৯ হাজার ১৬২ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ১.৯৪ শতাংশ।

এদিকে দেশে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৯৪৪ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ২৯ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৭৫ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus