National

মানুষকে সুস্থ রাখতে তৈরি হচ্ছে অন্য জঙ্গল

মানুষকে সুস্থ রাখতে এবার তৈরি হচ্ছে একটু অন্য জঙ্গল। যেখানে সবুজ বনানী ভরে থাকবে। জঙ্গলের সৌন্দর্য থাকবে। তবে এ জঙ্গল তৈরি করবে মানুষ।

জঙ্গল প্রকৃতির দান। জঙ্গল তার নিজের খেয়ালে সেজে ওঠে সবুজে ঠাসা অরণ্য জীবনে। তাতে মানুষের কোনও অবদান থাকেনা। মানুষ এতদিন জঙ্গল কেটেছে বটে তবে তৈরি করেনি। এবার করতে চলেছে। তাও আবার এই করোনা পরিস্থিতিতে মানুষের শরীরের কথা মাথায় রেখে হাতে করে তৈরি হচ্ছে জঙ্গল। ২ হাজার ৮০০ বর্গমিটার এলাকা নিয়ে একটি শহরের মাঝে জন্ম নেবে একটি ঘন জঙ্গল। আর সে জঙ্গল সাজিয়ে তুলবে মানুষই।

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে তৈরি হতে চলেছে ‘আরোগ্য বন’। আগামী ৭ জুলাই থেকে এই অরণ্য তৈরির কাজ শুরু হয়ে যাবে। যেখানে প্রাথমিকভাবে ৩০০টি ওষধি গাছ লাগাতে চলেছে বন দফতর। যার মধ্যে থাকবে নিম, আমলকি, সজনে-র মত গাছ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এছাড়াও লাগানো হতে চলেছে তুলসী, পুদিনা সহ নানা ধরনের ভেষজ গাছ-গাছরা। প্রাথমিকভাবে ২ হাজারটি এমন গাছ বপন করা হবে।

কোভিড অতিমারি অবস্থায় এই জঙ্গলের পরিকল্পনা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনই জানিয়েছেন গোরক্ষপুর ডিভিশনের ডিভিশনাল ফরেস্ট অফিসার।

এমন জঙ্গল মানুষের শরীরের জন্য উপকারি এবং এতে পরিবেশ রক্ষাও হবে। এটি তৈরি হতে চলেছে গোরক্ষপুর বিশ্ববিদ্যালয়ের লাগোয়া একটি বিস্তীর্ণ জমিতে।

এ জঙ্গল তৈরি হলে এখানে বেড়াতে আসতে পারবেন সকলে। এতে তাঁরা অরণ্যে ঘোরার স্বাদ যেমন পাবেন তেমনই এসব ভেষজ গাছ গাছড়ার গুণাগুণ সম্বন্ধেও অবহিত হতে পারবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More