National

৩ মাস পর দেশে ৫০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ

দেশে এদিন আরও কমল দৈনিক সংক্রমণ। ৩ মাস পর দেশে ৫০ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ। দেশে দৈনিক মৃত্যুও কমেছে।

Published by
News Desk

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪২ হাজার ৬৪০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লক্ষ ৭৭ হাজার ৮৬১ জন।

এদিন ১৬ লক্ষ ৬৪ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৩ লক্ষ বেড়েছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা আরও নিচে নেমেছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৯ হাজার ৩২০ জন। দেশে মৃত্যুর হার ১.৩০ শতাংশে দাঁড়িয়ে আছে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৫২ জনের। এছাড়া কর্ণাটকে ১৪২ জনের ও তামিলনাড়ুতে ১৮৯ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৩টি রাজ্য ছাড়া বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ৪০ হাজার ৩৬৬ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৬২ হাজার ৫২১ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ২.২১ শতাংশ।

এদিকে দেশে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮১ হাজার ৮৩৯ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লক্ষ ২৬ হাজার ৩৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৪৯ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts