National

বিদেশি চাকরি ছেড়ে এসে এক কাপড়ে বিয়ে করলেন যুবক

বিদেশে ভাল মাইনের চাকরি করছিলেন তিনি। কিন্তু রাতারাতি চাকরি ছেড়ে চলে এলেন দেশে। বিয়ে করলেন কার্যত এক কাপড়েই। প্রেমিকার গলায় মালা দিলেন তিনি।

Published by
News Desk

বিদেশে পাড়ি দেওয়ায় আগে প্রেমিকাকে বলে গিয়েছিলেন ফিরে আসবেন দ্রুত। বিয়ে করবেন তাঁকেই। অপেক্ষা করতে। প্রেমিকা অপেক্ষা করেছিলেন। কিন্তু তাঁর বাড়ির লোকজন জেনে গেলেন মেয়ের সঙ্গে অন্য ছেলের সম্পর্ক রয়েছে। তাই একটু তড়িঘড়ি মেয়ের জন্য পাত্র খোঁজা শুরু হল।

মেয়ে জানতে পেরে সে কথা জানালেন তাঁর প্রেমিককে। দুবাইয়ে চাকরিরত প্রেমিক খবর পাওয়ার পর আর অপেক্ষা করতে চাননি।

তিনি যাঁকে বিয়ে করবেন বলে কথা দিয়ে এসেছেন তাঁকে তিনি আর কারও হতে দেবেন না। ফলে রাতারাতি সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে সোজা চলে আসেন দেশে।

বিহারের খাজুরহাঁ গ্রামের ছেলে আনন্দ কুমার কিন্তু গত রবিবার বিদেশ থেকে ফিরে নিজের বাড়িতেও ঢোকেননি। দুবাই থেকে পরে আসা পরনের কাপড়ও ছাড়েননি। ফুল হাতা টিশার্ট আর ট্রাউজার পরেই তিনি সোজা হাজির হন স্থানীয় ভোরে থানায়। তারপর পুলিশকে জানান তিনি তাঁর প্রেমিকাকে বিয়ে করতে চান। কিন্তু মেয়ের বাড়ির লোকজনের তাতে আপত্তি আছে।

পুলিশ ২ তরফকেই থানায় ডেকে পাঠিয়ে বোঝায় যে ২ জন প্রাপ্ত বয়স্ক। তাঁরা বিয়ে করতে চাইলে তা মেনে নেওয়াই ভাল। ২ পরিবার নিমরাজি হয়।

পাত্রী সঞ্জনা কুমারী একটু সাজার সুযোগ পেলেও আনন্দ কুমার দুবাই ফেরত পোশাকেই থানার মধ্যের মন্দিরে পরিবার ও পুলিশের উপস্থিতিতে মালাবদল করে বিয়ে করেন প্রেমিকাকে। কথা দিয়েছিলেন। সেকথা চাকরি ছেড়ে এসেও রাখলেন আনন্দ কুমার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk