National

মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, আইইডি বিস্ফোরণে মৃত ১ জওয়ান

Published by
News Desk

সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটল মণিপুরে। মায়ানমার সীমান্ত লাগোয়া মোর এলাকায় এদিন সেনা কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয় বলে সেনার তরফে দাবি করা হয়েছে। সোমবার ভোর ৫টা ২০ মিনিট নাগাদ ওই এলাকা দিয়ে যাচ্ছিল সেনা কনভয়টি। তখনই বিস্ফোরণটি ঘটে। ৪ জন জওয়ান গুরুতর আহত হন। তাঁদের হেলিকপ্টারে উড়িয়ে আনা হয় হাসপাতালে। হাসপাতালে আনার পর ১ জন জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা। জঙ্গিদের খোঁজে তন্নতন্ন করে তল্লাশি চলছে।

 

Share
Published by
News Desk