National

৭০ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, মহারাষ্ট্রের হাত ধরে ৪ হাজারে মৃত্যু

যে গতিতে দৈনিক সংক্রমণ দেশে নামছিল তা থমকে গেছে। তবে এদিন যেখানে দৈনিক সংক্রমণ নেমেছে তা ৭০ দিনে সর্বনিম্ন। মহারাষ্ট্রে মৃতের সংখ্যা এদিন নয়া রেকর্ড গড়েছে।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও যে পুরোপুরি স্তিমিত হয়েছে এমনটা নয়। তবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ তার চূড়া স্পর্শ করে এখন নিম্নগামী। নামতে থাকা দৈনিক সংক্রমণের সেই প্রবণতা মাঝে মধ্যে ধাক্কা খেলেও নিম্নগামী প্রবণতা স্পষ্ট। যদিও দৈনিক সংখ্যাটা ১ লক্ষের নিচে নেমেছে‌, তবে যে গতিতে সংক্রমণ দিনে দিনে নামছিল সেই গতি হারিয়ে গেছে।

গত একদিনে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৮৪ হাজার ৩৩২ জন। যা গত ৭০ দিনে সর্বনিম্ন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ১৫৫ জন।

এদিন ১৯ লক্ষ ২০ হাজার ৪৭৭টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় লক্ষাধিক কমেছে।

এদিকে দেশে ২ হাজারের দরজায় পৌঁছে যাওয়া দৈনিক মৃত্যু আগের দিন ৩ হাজারের পর এদিন ৪ হাজার পার করেছে। কারণ সেই মহারাষ্ট্র।

মহারাষ্ট্রে মৃত্যু বাড়লে তা দেশের দৈনিক মৃত্যুর মোট সংখ্যাতেও প্রভাব ফেলছে। এদিন মহারাষ্ট্রে রেকর্ড সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন করোনায়। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২ হাজার ৬১৯ জনের। তার হাত ধরে দেশে এদিন করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২ জন।

দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৭ হাজার ৮১ জন। দেশে মৃত্যুর ১.২৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.২৫ শতাংশ।

এদিকে মহারাষ্ট্র ছাড়া কর্ণাটকে ১৫৯ জনের, কেরালায় ১৭৩ জনের ও তামিলনাড়ুতে ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৪টি রাজ্য ছাড়া বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৪০ হাজার ৯৮১ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০ জন। দেশে এদিন ৪ শতাংশের নিচে নেমে অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ৩.৬৮ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২১ হাজার ৩১১ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৯ লক্ষ ১১ হাজার ৩৮৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৫.০৭ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

News Desk

সিংহ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

কন্যা রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

তুলা রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃশ্চিক রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

ধনু রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মকর রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025