National

বিজেপি বিধায়কের আঙুল তুলে শাসানি, কেঁদে ফেললেন আইপিএস

Published by
News Desk

এলাকায় বেআইনি মদের কারবার নিয়ে প্রতিবাদ জানিয়ে পথে নেমেছিলেন মহিলারা। প্রথমে পথ অবরোধ। তারপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সেইসঙ্গে পুলিশকে লক্ষ করে পাথরবর্ষণ। অবস্থা সামলাতে পুলিশকে লাঠিচার্জের নির্দেশ দেন কর্তব্যরত মহিলা আইপিএস অফিসার। পুলিশ লাঠিচার্জ করে। তাতে ঘায়েল হন বেশ কয়েকজন মহিলা। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের কোইলোয়া গ্রামের কাছে এই ঘটনা ঘটার পরই সেখানে হাজির হন গোরক্ষপুরের বিধায়ক রাধা মোহন দাস আগরওয়াল। অভিযোগ সেখানে হাজির হয়েই পুলিশের ওপর চোটপাট শুরু করেন তিনি। তাঁকে বোঝাতে এগিয়ে যান আপিএস অফিসার ওই মহিলা। পেশায় শিশু চিকিৎসক রাধামোহন সকলের সামনেই লাঠিচার্জের নির্দেশ দেওয়া মহিলা আপিএসের দিকে আঙুল তুলে শাসানির ভঙ্গিতেই জানান, তিনি ওই আইপিএস আধিকারিকের সঙ্গে কোনও কথা বলছেন না, বলতে চানও না। তাঁকে একদম চুপ থাকার নির্দেশ দিয়ে রাধামোহন জানিয়ে দেন তিনি যেন নিজের মুখ বন্ধ রাখেন। তাঁর সহ্যের সীমার বাইরে না যাওয়ার জন্যও ওই মহিলা আইপিএসকে আঙুল তুলে শাসান তিনি। পুরো বিষয়টিই মোবাইল ক্যামেরায় ধরা পড়ে। এরপরই সকলের সামনে এভাবে অপমানিত হয়ে কান্নায় ভেঙে পড়েন ২০১৩ ব্যাচের ওই মহিলা ‌আইপিএস অফিসার।

 

Share
Published by
News Desk