National

৬৩ দিন পর ১ লক্ষের নিচে দৈনিক সংক্রমণ, সাড়ে ৩ লক্ষ পার মৃত্যু

দেশে অনেকটা কমল দৈনিক সংক্রমণ। ৬৩ দিন পর অবশেষে একদিনে সংক্রমণ ১ লক্ষের নিচে নামল। অন্যদিকে মৃত্যুও এদিন ফের অনেকটা কমেছে।

Published by
News Desk

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও যে পুরোপুরি স্তিমিত হয়েছে এমনটা নয়। তবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ তার চূড়া স্পর্শ করে এখন নিম্নগামী। টানা নামতে থাকা দৈনিক সংক্রমণের সেই প্রবণতা মাঝে মধ্যে ধাক্কা খেলেও নিম্নগামী রেখা স্পষ্ট।

৬৩ দিন পর এদিন দৈনিক সংক্রমণ নেমেছে ১ লক্ষের নিচে। এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৮৬ হাজার ৪৯৮ জন।

অবশ্যই এতদিন পর ফের দেশে একদিনে সংক্রমণ ১ লক্ষের নিচে নামা কিছুটা স্বস্তির বার্তা দিল। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩ জন।

এদিন ১৮ লক্ষ ৭৩ হাজার ৪৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৩ লক্ষ বেড়েছে।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু আরও কমেছে। মহারাষ্ট্রে মৃত্যু বাড়লেই দেশের দৈনিক মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে। আবার মহারাষ্ট্রে কোনওদিন কম মৃত্যু হলে ভারতের মোট সংখ্যাও কমছে।

দেশে এদিন মৃত্যু হয়েছে ২ হাজার ১২৩ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.২১ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৪০ জনের। এছাড়া কর্ণাটকে ৩৪০ জনের, কেরালায় ২১১ জনের, তামিলনাড়ুতে ৩৫১ জনের এবং পশ্চিমবঙ্গে ১০৩ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৫টি রাজ্য ছাড়া বাকি রাজ্যর দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৯৭ হাজার ৯০৭ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৩ হাজার ৭০২ জন। দেশে এখন কমে ৪.৫০ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮২ হাজার ২৮২ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৩ লক্ষ ৪১ হাজার ৪৬২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৪.২৯ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts