National

দেশে ২ মাসে সবচেয়ে নিচে দৈনিক সংক্রমণ

দেশে অনেকটা কমল দৈনিক সংক্রমণ। অন্যদিকে মৃত্যুও এদিন ফের অনেকটা কমেছে। মহারাষ্ট্রে মৃতের সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে নির্ভর করছে মৃত্যুর বাড়া কমা।

Published by
News Desk

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও স্তিমিত হয়নি। তবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ তার চূড়া স্পর্শ করে এখন নিম্নগামী। ধীরে হলেও নামছে সংক্রমণ। টানা নামতে থাকা দৈনিক সংক্রমণে সেই প্রবণতা মাঝে মধ্যে ধাক্কাও খাচ্ছে বটে। সামান্য কিছুটা বেড়ে ফের কমছে সংক্রমণ।

তবে এদিন অনেকটা কমেছে সংক্রমণ। এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৮ লক্ষ ৯ হাজার ৩৩৯ জন।

এদিন ২০ লক্ষ ৩৬ হাজার ৩১১টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় সামান্য কমেছে।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু ফের ৩ হাজারের নিচে নেমেছে। মহারাষ্ট্রে মৃত্যু বাড়লেই দেশের দৈনিক মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে। আবার মহারাষ্ট্রে কোনওদিন কম মৃত্যু হলে ভারতের মোট সংখ্যাও কমছে।

দেশে এদিন মৃত্যু হয়েছে ২ হাজার ৬৭৭ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৬ হাজার ৭৫৯ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.২০ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৭৪১ জনের। এছাড়া উত্তরপ্রদেশে ১২০ জনের, কর্ণাটকে ৩৬৫ জনের, কেরালায় ২০৯ জনের, তামিলনাড়ুতে ৪৪৩ জনের ও পশ্চিমবঙ্গে ১১৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে দেশের বাকি রাজ্য ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৭৭ হাজার ৪৪৯ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৭৭ হাজার ৭৯৯ জন। দেশে এখন কমে ৫.১৩ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮৯ হাজার ২৩২ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লক্ষ ৮৪ হাজার ৭৮১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৬৭ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts