National

দেশে অনেকটা কমল দৈনিক সংক্রমণ, ফের ৩ হাজারি ঘরে মৃত্যু

দেশে অনেকটা কমল দৈনিক সংক্রমণ। কিন্তু মৃত্যু একদিন কমছে তো পরদিন বাড়ছে। মহারাষ্ট্রে মৃতের সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে নির্ভর করছে মৃত্যুর বাড়া কমা।

Published by
News Desk

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও স্তিমিত হয়নি। তবে দেশে দ্বিতীয় করোনার ঢেউ তার চূড়া স্পর্শ করে এখন নিম্নগামী। ধীরে হলেও নামছে সংক্রমণ।

টানা নামতে থাকা দৈনিক সংক্রমণে সেই প্রবণতা মাঝে মধ্যে ধাক্কাও খাচ্ছে। সামান্য কিছুটা বেড়ে ফের কমছে সংক্রমণ।

এদিন অনেকটা কমেছে সংক্রমণ। এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৬ লক্ষ ৯৪ হাজার ৮৭৯ জন।

এদিন ২০ লক্ষ ৮৪ হাজার ৪২১টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় সামান্য বেড়েছে।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু ফের ৩ হাজারের উপরে উঠেছে। মহারাষ্ট্রে মৃত্যু বাড়লেই দেশে দৈনিক মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে। আবার মহারাষ্ট্রে কোনওদিন কম মৃত্যু হলে ভারতের মোট দৈনিক মৃতের সংখ্যাও কমছে।

দেশে এদিন মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮০ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৪ হাজার ৮২ জন। দেশে মৃত্যুর হার ১.১৯ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.২০ শতাংশ।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৭৭ জনের। এছাড়া উত্তরপ্রদেশে ১৩৬ জনের, কর্ণাটকে ৩৬৪ জনের, কেরালায় ১৩৫ জনের, তামিলনাড়ুতে ৪৬৩ জনের ও পশ্চিমবঙ্গে ১১৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে দেশের বাকি রাজ্য ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৮০ হাজার ৭৪৫ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫৫ হাজার ২৪৮ জন। দেশে এখন কমে ৫.৪২ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লক্ষ ৯৫ হাজার ৫৪৯ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৩৮ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts