National

দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু

টানা বেশ কয়েকদিন দেশে দৈনিক সংক্রমণ তার আগের দিনের তুলনায় কম হচ্ছিল। কিন্তু গত ২ দিনে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ল। এদিন ফের দেশে বাড়ল সংক্রমণ।

Published by
News Desk

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও স্তিমিত হয়নি। তবে বৈজ্ঞানিকরা জানিয়ে দিয়েছেন দেশ দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করে ফেলেছে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ। সেটাই প্রতিদিন দেখা যাচ্ছিল। কিন্তু টানা নামতে থাকা দৈনিক সংক্রমণের সেই প্রবণতা গত ২ দিনে ধাক্কা খেল। ফের বাড়ল সংক্রমণ।

এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন।

এদিন ২১ লক্ষ ৫৯ হাজার ৮৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় দেড় লক্ষ বেড়েছে।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু কমে ফের ৩ হাজারের নিচে নেমেছে। ২ দিন আগেই মৃত্যু ৩ হাজারের নিচে নেমেছিল। দেশে এদিন মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের।

দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ৯৮৯ জন। দেশে মৃত্যুর হার ১.১৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.১৯ শতাংশ।

মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। এছাড়া উত্তরপ্রদেশে ১১৫ জনের, কর্ণাটকে ৪৬৩ জনের, কেরালায় ২১৩ জনের, তামিলনাড়ুতে ৪৮৩ জনের, দিল্লিতে ১০৩ জনের ও পশ্চিমবঙ্গে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৮০ হাজার ২৩২ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭ লক্ষ ১৩ হাজার ৪১৩ জন। দেশে এখন কমে ৬.০২ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ১১ হাজার ৪৯৯ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৩ লক্ষ ৯০ হাজার ৫৮৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯২.৭৯ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts