National

২০ দিনে এক পরিবারের ৭ জনের করোনায় মৃত্যু, শোকে মৃত আরও ১

২০ দিনের মধ্যে একটি পরিবারের ৮ জন সদস্যের প্রাণ গেল। এঁদের মধ্যে ৭ জনের প্রাণ কেড়েছে করোনা। সেই শোকের ধাক্কা সহ্য করতে না পেরে মৃত্যু হল আরও ১ জনের।

করোনা বহু পরিবারে শ্মশানের নিস্তব্ধতা তৈরি করে দিয়েছে। পরিজনকে হারানোর শোক থেকে বহু পরিবারই এখনও বেরিয়ে আসতে পারেনি। তছনছ হয়ে গেছে অনেক পরিবার। এমনই এক পরিবারের ৮ জন সদস্যের মৃত্যু হল মাত্র ২০ দিনের ব্যবধানে।

গত ২৫ এপ্রিল থেকে ১৫ মে-র মধ্যে এই ৮ জনের মৃত্যু হয়। এখন পরিবারের ১ ভাই বেঁচে আছেন। তিনিই এখন পরিবারের মাথা। শোকের আবহে ডুবে আছেন তিনি।

ওঙ্কার যাদব নামে ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর মায়ের করোনায় যেদিন মৃত্যু হয় সেদিন সকালে তাঁর সৎকার করে তিনি বাড়ি ফেরেন। মায়ের মৃত্যু শোক তো ছিলই। এসে দেখেন তাঁর ৩ করোনা আক্রান্ত ভাইয়ের পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে।

সেই ৩ জনের মৃত্যু হয় সেদিনই বিকেলে। ফলে সকালে মায়ের সৎকারের পর বিকেলে তাঁর ৩ ভাইয়ের সৎকার করতে ফের যেতে হয় ওঙ্কার যাদবকে।

মাত্র ১ দিনই পরিবারের ৪ সদস্যকে হারানোর যন্ত্রণার মধ্যেই তখন করোনার সঙ্গে লড়াই করছিলেন তাঁর আরও ১ ভাই ও ২ বোন। তাঁদেরও এরপর এক এক করে মৃত্যু হয়।

এমন করে ৭ জনকে করোনা শেষ করে দেয়। একটি পরিবারের প্রায় সব সদস্যকেই মাত্র কয়েক দিনের ব্যবধানে হারানোর শোক সহ্য করতে পারেননি ওঙ্কারের কাকিমা। শোক সহ্য করতে না পেরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। মৃত্যু হয় তাঁরও।

৭ জনের করোনায় ও একজনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মাত্র ২০ দিনের ব্যবধানে। যে শোক থেকে ওঙ্কার যাদব এখনও বেরিয়ে আসতে পারেননি।

ওঙ্কার জানিয়েছেন পরিবারের সকলকেই তিনি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁর অভিযোগ সেখানে না পাওয়া গিয়েছে অক্সিজেন, না পাওয়া গিয়েছে সঠিক চিকিৎসা।

ঘটনাটি ঘটেছে লখনউ শহর থেকে কিছুটা দূরে ইমালিয়া গ্রামে। গ্রামের সরপঞ্চ অভিযোগ করেছেন এমন ঘটনার পরেও একজন সরকারি আধিকারিক গ্রামে আসেননি। গ্রামে স্যানিটাইজেশনও করা হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025