National

মাস পয়লায় লাফিয়ে নামল দৈনিক সংক্রমণ, ৩ হাজারের নিচে মৃত্যু

মাসের প্রথম দিনেই দেশে দৈনিক সংক্রমণ এক ধাক্কায় অনেকটা নেমে গেল। যা দেশের মানুষর স্বস্তি আরও বাড়াল। এদিকে দেশে দৈনিক মৃত্যু এদিন ৩ হাজারের নিচে নামল।

Published by
News Desk

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও স্তিমিত হয়নি। তবে বৈজ্ঞানিকরা জানিয়ে দিয়েছেন দেশে দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ। সেটাই এখন প্রতিদিন দেখা যাচ্ছে।

এখন প্রতিদিনই দেশবাসীকে স্বস্তি দিয়ে নিচে নামছে দৈনিক সংক্রমণ। এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৫১০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার ৪৪ জন।

এদিন ১৯ লক্ষ ২৫ হাজার ৩৭৪টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় আড়াই লক্ষ বেড়েছে।

এদিকে দেশে গত একদিনে মৃত্যুও কমে ৩ হাজারের নিচে নেমেছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩১ হাজার ৮৯৫ জন। দেশে মৃত্যুর হার ১.১৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.১৮ শতাংশ।

এদিন মহারাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৫০০ জনের। এছাড়া উত্তরপ্রদেশে ১৫১ জনের, কর্ণাটকে ৪১১ জনের, কেরালায় ১৭৪ জনের, পঞ্জাবে ১১৮ জনের, তামিলনাড়ুতে ৪৭৮ জনের ও পশ্চিমবঙ্গে ১৩১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ১ লক্ষ ৩০ হাজার ৮৮ হাজার ৫৭২ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮ লক্ষ ৯৫ হাজার ৫২০ জন। দেশে এখন কমে ৬.৭৩ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা যথেষ্ট বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫৫ হাজার ২৮৭ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯২.০৯ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts