National

স্বস্তি বাড়িয়ে আরও নামল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

আরও কমে গেল দেশের দৈনিক সংক্রমণ। যা দেশের মানুষর স্বস্তি একটু একটু করে বাড়াচ্ছে। এদিন দৈনিক মৃত্যু সামান্য হলেও কমেছে। অ্যাকটিভ রোগী লক্ষাধিক কমেছে।

Published by
News Desk

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও স্তিমিত হয়নি। তবে বৈজ্ঞানিকরা বলছেন দেশে দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ। সেটাই হচ্ছে। এখন প্রতিদিনই দেশবাসীকে স্বস্তি দিয়ে একটু একটু করে নিচে নামছে দৈনিক সংক্রমণ।

এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০ জন।

এদিন ২০ লক্ষ ৬৩ হাজার ৮৩৯টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় সামান্য কমেছে।

এদিকে দেশে গত একদিনে মৃত্যুও কমেছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৬০ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ২৫ হাজার ৯৭২ জন। দেশে মৃত্যুর হার ১.১৬ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.১৭ শতাংশ।

মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ৮৩২ জনের। এছাড়া দিল্লিতে ১২২ জনের, উত্তরপ্রদেশে ১৫৫ জনের, কর্ণাটকে ৪৯২ জনের, কেরালায় ১৯৪ জনের, পঞ্জাবে ১২৫ জনের, তামিলনাড়ুতে ৪৮৬ জনের ও পশ্চিমবঙ্গে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ১ লক্ষ ১৪ হাজার ২১৬ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২১ লক্ষ ১৪ হাজার ৫০৮ জন। দেশে এখন কমে ৭.৫৮ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেকটাই বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৭৬ হাজার ৩০৯ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯১.২৫ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts