National

করোনা তাড়াতে এবার সাপ চিবিয়ে বিপাকে এক ব্যক্তি

একটি সাপ চিবিয়ে খেয়ে ফেলছেন এক মধ্যবয়সী ব্যক্তি। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। গুনতে হয় মোটা অঙ্কের জরিমানা।

করোনা তাড়াতে আজব সব রাস্তা বার করছেন মানুষজন। যার অধিকাংশই ভিত্তিহীন। এ নিয়ে সরকারের তরফে বারবার সতর্কও করা হয়েছে। কিন্তু তারপরেও এখনও নানা আজব রাস্তায় হাঁটছেন মানুষজন।

এমনই এক আজব বিশ্বাসের ঘটনা চমকে দিয়েছে দেশকে। একটি ভিডিও কদিন আগে ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা যায় এক ব্যক্তি একটি সাপ চিবিয়ে খাচ্ছেন, আর দাবি করছেন যে বিষাক্ত সাপ খেলে তা করোনা প্রতিরোধে দারুণ কাজ করে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

ভাদিভেল নামে ওই ব্যক্তি তামিলনাড়ুর পেরুমালপত্তি গ্রামের বাসিন্দা। পেশায় বছর ৫০-এর ভাদিভেল কৃষি শ্রমিক। তাঁর দাবি, তিনি চাষ জমিতে ওই সাপটিকে যেতে দেখেন। তারপরই তিনি সেটিকে ধরে মেরে ফেলেন।

তারপর মরা সাপটিকেই চিবোতে থাকেন। যার ভিডিও করেন অন্য কয়েকজন। সাপের বিষের থলিটিতে কামড় না বসানোয় বেঁচে যান ভাদিভেল। কারণ সাপটি যথেষ্ট বিষাক্ত প্রজাতির।

এই ভিডিও ছড়ানোর পরই পরিবেশবিদরা নড়ে চড়ে বসেন। অবশেষে গত বৃহস্পতিবার এভাবে সাপকে মেরে খাওয়ার জন্য ভাদিভেলকে গ্রেফতার করা হয়। ৭ হাজার টাকা জরিমানা হয় তাঁর।

এমনও জানা গেছে যে সাপটিকে খাওয়ার সময় ভাদিভেল মদ্যপ অবস্থায় ছিলেন। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এই ঘটনাটির কথা ছড়িয়ে পড়ে। যা বহু মানুষকে হতবাক করে দিয়েছে।

Show More