National

পড়ে রইল বধূবেশে দিদির দেহ, বরের সঙ্গে বিয়ে হল শ্যালিকার

কনের সাজে একটা ঘরে নিথর দেহটা পড়ে রইল এক কোণে। পাশেই ছাদনাতলায় বিয়ে হল জামাইয়ের সঙ্গে শ্যালিকার। বর-বধূ বিদায়ের পর হল সৎকার।

বিয়ের আয়োজনে কোনও খামতি ছিলনা। কনের সাজে সেজে বোনেদের সঙ্গে ফোটোও উঠছিল দিদির। বর এসে পড়বেন। তারপরই বিয়ে।

কিছুক্ষণের মধ্যেই সময় ধরে বর এসেও পড়লেন। সঙ্গে বরযাত্রী। আনন্দের বন্যা বয়ে যাচ্ছে বিয়ে বাড়ি জুড়ে। শুরু হল বিয়ে। সব নিয়ম মেনে বিয়ে এগোল।

এক সময় এল অগ্নিসাক্ষী করে হোমকুণ্ডের চারধারে সাতপাক ঘোরার পালা। আর ঠিক তখনই ঘটে গেল ঘটনাটা। দেখা গেল নববধূ সুরভী টলছে। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই স্বামীর পাশে লুটিয়ে পড়ে সে।

দ্রুত চিকিৎসককে ডাকা হয়। চিকিৎসক আসেন। তিনি এসে পরীক্ষা করে জানিয়ে দেন সব শেষ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুরভীর।

আনন্দের সবটুকু মুছে মুহুর্তে পুরো পরিবেশ বদলে যায়। শোকের আবহে ২ পরিবার একসঙ্গে বসে। সেখানেই একজন প্রস্তাব দেন সুরভীর সঙ্গে বিয়ে না হলেও বিয়ে করেই ফিরবেন বরবেশে থাকা মঞ্জেশ কুমার। ঠিক হয় সুরভীর বোন নিশার সঙ্গে বিয়ে হবে মঞ্জেশের।

দ্রুত সুরভীর নিথর দেহ পাশের একটি ঘরে রেখা আসা হয়। তারপর ছাদনাতলায় বিয়ে হয়ে যায় নিশা ও মঞ্জেশের। সব রীতিনীতি মেনেই হয় বিয়ে।

পরদিন সঠিক সময়ে নববধূকে নিয়ে মঞ্জেশের পরিবার রওনা দেয় তাদের বাড়ির উদ্দেশে। তারা বেরিয়ে যাওয়ার পর সুরভীর পরিবার সুরভীর দেহ পাশের ঘর থেকে বার করে নিয়ে যায় সৎকার করতে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More
Back to top button