National

স্থানীয়রা ক্ষুব্ধ, এবার লকডাউন আন্দামানেও

দেশজুড়ে করোনার প্রকোপ বৃদ্ধি হওয়ায় এবার আন্দামানের একাংশেও লকডাউন ঘোষণা হল। এই লকডাউন আদিবাসীদের কথা মাথায় রেখেও কিছুটা করা হয়েছে।

Published by
News Desk

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ছারখার করে দিয়েছে গোটা দেশকে। সারা বিশ্ব ভারতের এই পরিস্থিতি নিয়ে চিন্তা ব্যক্ত করেছে। তবে এই সব আলোচনাই হয়েছে ভারতের মূল ভূখণ্ডকে নিয়ে।

বঙ্গোপসাগরের ওপর ভারতেরই অংশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে বড় একটা আলোচনা হয়নি। কিন্তু করোনা তো সেখানেও ছড়াচ্ছে।

আর তা এমনই পরিস্থিতিতে পৌঁছে গেছে যে দক্ষিণ আন্দামানে এবার লকডাউন ঘোষণা করল স্থানীয় প্রশাসন। সোমবার থেকে লকডাউন কার্যকর হচ্ছে।

দক্ষিণ আন্দামানে মানুষের বসবাস কম নয়। এখানে বিভিন্ন দ্বীপেই করোনা ছড়াচ্ছে। দক্ষিণ আন্দামান জেলার জেলাশাসক লকডাউন নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

দক্ষিণ আন্দামান জেলাতেই রয়েছে পোর্ট ব্লেয়ারও। দক্ষিণ আন্দামানে বহু মানুষের বাস। করোনাও ছড়াচ্ছে। ফলে সেখানকার মানুষের মধ্যে একটা ক্ষোভ বাসা বাঁধছিল।

করোনা নিয়ন্ত্রণে তাই এবার ব্যবস্থা গ্রহণ করল প্রশাসন। মধ্য মার্চের পরও অনেক পর্যটক এখানে এসেছিলেন। তাঁদের থেকেই করোনা এই দ্বীপপুঞ্জে ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রশাসনের তরফে এখানকার বিভিন্ন দ্বীপে বসবাসকারী আদিবাসীদের কথাও লকডাউনের সময় মাথায় রাখা হয়েছে। যাতে তাদের মধ্যে করোনা না ছড়ায় সেদিকটাও নজর রেখেছে স্থানীয় প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk