National

স্বচ্ছ ভারত পুরস্কার, দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর

Published by
News Desk

দিল্লিতে এদিন একটি অনুষ্ঠানে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার ঘোষণা করলেন কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। পুরস্কারের তালিকায় সর্বোচ্চ স্থান পেয়েছে মধ্যপ্রদেশের শহর ইন্দোর। দ্বিতীয় স্থানেও মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ভোপাল নির্বাচিত হয়েছে দ্বিতীয় পরিচ্ছন্ন শহর হিসাবে।

দেশের ৪৩৪ টি শহর পর্যালোচনার পর তৃতীয় স্থানে জায়গা পেয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। চতুর্থ স্থানে গুজরাটের সুরাট, পঞ্চমে কর্ণাটকের মাইসুরু, ষষ্ঠ স্থানে তামিলনাড়ুর তিরুচিরাপল্লী, সপ্তমে দিল্লি, অষ্টম স্থান পেয়েছে মহারাষ্ট্রের নবি মুম্বই, নবম স্থানে অন্ধ্রপ্রদেশের তিরুপতি এবং দশম স্থানে রয়েছে গুজরাটের ভদোদরা। উত্তরপ্রদেশের গোণ্ডা দেশের সবচেয়ে নোংরা শহর হিসাবে পরিগণিত হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত এই সার্ভে অনুযায়ী সবচেয়ে বেশি পরিচ্ছন্ন শহর রয়েছে গুজরাটে। প্রথম ৫০ শহরের তালিকায় গুজরাটেরই ১২টি শহর রয়েছে। ১১টি শহর তালিকায় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ।

এদিকে উত্তরপ্রদেশের প্রায় ৫০টি শহর তালিকায় তলার দিকে জায়গা পাওয়ায় চিন্তা ব্যক্ত করে মন্ত্রী জানান বিষয়টি তাঁদের ভাবাচ্ছে। কিভাবে পরিচ্ছন্নতার প্রশ্নে উত্তরপ্রদেশের শহরগুলির হাল ফেরানো যায় তা নিয়ে আলোচনা করতে আগামী শুক্রবারই উত্তরপ্রদেশে যাচ্ছেন তাঁরা।

Share
Published by
News Desk