National

দ্বিতীয় বিয়েতে বাধা, ৮০ বছরের মাকে খুন করল হেডমাস্টার

Published by
News Desk

দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় রক্ত চড়ে গিয়েছিল মাথায়। মায়ের এই আপত্তি একেবারেই মেনে নিতে পারেনি ৫৭ বছরের ছেলে। তাই ৮০ বছরের বৃদ্ধা মাকে খুন করল সরকারি স্কুলের হেডমাস্টার। চমকে দেওয়ার মত ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তাঞ্জাভুরের শ্রীভাসাপুরম এলাকায়। প্রথম পক্ষের স্ত্রীকে ছেড়ে দেওয়ার পর দ্বিতীয় বিয়ে করতে অস্থির হয়ে উঠেছিল ৫৭ বছরের কে থিয়াগারাজন। যেখানে প্রধান বাধাই হয়ে দাঁড়িয়েছিলেন তার মা। বিয়ে পাগলা হেডমাস্টার ছেলেকে তিনি সাফ জানিয়েছিলেন তাঁর দ্বিতীয় বিয়েতে আপত্তি আছে। তারপর গত ২০ এপ্রিল আচমকাই থিয়াগারাজন পুলিশের কাছে অভিযোগ দায়ের করে যে তার মাকে কে বা কারা খুন করেছে। মায়ের মুখে লঙ্কার গুঁড়ো ছেটানো রয়েছে। তাঁর ৬টি স্বর্ণালঙ্কারও উধাও। পুলিশকে বিভ্রান্ত করতে চাইলেও তদন্তে নেমে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে থিয়াগারাজনের দিকেই। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশে। একসময়ে পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে ভেঙে পড়ে সে স্বীকার করে নেয় যে মাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে সেই খুন করেছে। কারণটা অবশ্যই তার দ্বিতীয় বিয়েতে মায়ের আপত্তি।

 

Share
Published by
News Desk