National

অক্সিজেনের অভাবে ফের হাসপাতালে মৃত ১১

এবার ১১ জন করোনা রোগীর মৃত্যু হল অক্সিজেনের অভাবে। হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু দেশে এখন প্রায় দিনের খবর হয়ে দাঁড়িয়েছে।

সরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন করোনা রোগীরা। সেখানে তাঁদের অক্সিজেন চলছিল। অক্সিজেন বন্ধ করার উপায় ছিলনা। গত সোমবার সন্ধেয় হাসপাতালে এক সময় অক্সিজেনের যোগানের চাপ আচমকা কমে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সে সময় অক্সিজেন রিফিল করা হচ্ছিল। তাই চাপ মাত্র ৫ মিনিটের জন্য কমে যায়। আর তাতেই ঘটে যায় মর্মান্তিক পরিণতি। শ্বাসকষ্ট শুরু হয়ে যায় রোগীদের।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরে। এসভিআর রুইয়া হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ১১ জন রোগীর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বেডেই তাঁদের মৃত্যু হয়।

তাঁদের পরিবারের অভিযোগ অবশ্য ৫ মিনিট নয়, হাসপাতালে অক্সিজেনের অভাব ছিল আধঘণ্টা থেকে ৪৫ মিনিট। কিন্তু কেন অক্সিজেনের অভাব হল?

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুর থেকে অক্সিজেন ট্যাঙ্কার আসতে দেরি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতাল প্রায় অক্সিজেন শূন্য হয়ে পড়ে।

গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

তবে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা সামনে আসছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More