কোভিড-১৯, প্রতীকী ছবি
দেশে করোনা সংক্রমণ এক ভয়ংকর রূপ ধারণ করেছে। তবে বৈজ্ঞানিকরা বলছেন দেশ দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করে ফেলেছে। এবার হয়তো নামবে সংক্রমণ। তার একটা ছাপ এদিন পাওয়া গেল।
গত একদিনে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। ৪ লক্ষের ঘর ছেড়ে অনেকটা নিচে নেমেছে সংক্রমণ। এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লক্ষ ৬২ হাজার ৫৭৫ জন।
এদিন ১৪ লক্ষ ৭৪ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে ৪ লক্ষ কম। এই কারণেই সংক্রমণ সংখ্যা কম নয়তো? এমন প্রশ্নও তুলছেন অনেকে।
এদিকে দেশে গত একদিনে মৃত্যু ৪ হাজারের নিচে নেমেছে। এদিন মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জন।
মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ৫৭২ জনের। উল্লেখযোগ্যভাবে কমেছে মহারাষ্ট্রে মৃত্যু। এছাড়া দিল্লিতে ২৭৩ জনের, ছত্তিসগড়ে ১৮৯ জনের, উত্তরপ্রদেশে ২৯৪ জনের, কর্ণাটকে ৪৯০ জনের, গুজরাটে ১২১ জনের, রাজস্থানে ১৫৯ জনের, পঞ্জাবে ১৯১ জনের, উত্তরাখণ্ডে ১৯০ জনের, তামিলনাড়ুতে ২৩৬ জনের ও পশ্চিমবঙ্গে ১২৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.০৯ শতাংশ।
দেশে এদিন অ্যাকটিভ রোগীর দৈনিক বৃদ্ধি উল্লেখযোগ্যাভাবে কমেছে। ৮ হাজার ৫৮৯ জন অ্যাকটিভ রোগী গত একদিনে তালিকায় যুক্ত হয়েছেন। দেশে এখন কমে ১৬.৫৩ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।
এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮২.৩৯ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা