National

দিনে ৪ লক্ষের ওপরই সংক্রমণ, অনেক কমল অ্যাকটিভ রোগী

ভারতে দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় সামান্য বাড়ল। ফলে তা ৪ লক্ষের নিচে নামেনি। এদিকে একদিনে অ্যাকটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে এদিন কমেছে।

Published by
News Desk

দেশে করোনা সংক্রমণ এক ভয়ংকর রূপ ধারণ করেছে। দৈনিক এখন ৪ লক্ষের ওপর মানুষকে সংক্রমিত অবস্থায় পাওয়া যাচ্ছে। গতদিন ৪ লক্ষ ১ হাজারে দৈনিক সংক্রমণ নামলেও এদিন তা আরও ২ হাজার বাড়ল।

এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২২ লক্ষ ৯৬ হাজার ৪১৪ জন।

এদিন ১৮ লক্ষ ৬৫ হাজার ৪২৮টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিকে দেশে গত একদিনে মৃত্যু ৪ হাজারের ওপরই রয়ে গেল। এদিন মৃত্যু হয়েছে ৪ হাজার ৯২ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৪২ হাজার ৩৬২ জন।

মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ৮৬৪ জনের। এছাড়া দিল্লিতে ৩৩২ জনের, ছত্তিসগড়ে ২২৩ জনের, উত্তরপ্রদেশে ২৯৭ জনের, কর্ণাটকে ৪৮২ জনের, গুজরাটে ১১৯ জনের, রাজস্থানে ১৬০ জনের, পঞ্জাবে ১৭১ জনের, ঝাড়খণ্ডে ১৪১ জনের, উত্তরাখণ্ডে ১১৮ জনের, তামিলনাড়ুতে ২৪১ জনের ও পশ্চিমবঙ্গে ১২৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.০৯ শতাংশ।

দেশে এদিন অ্যাকটিভ রোগীর দৈনিক বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে। ১৩ হাজার ২০২ জন অ্যাকটিভ রোগী গত একদিনে তালিকায় যুক্ত হয়েছেন।

দেশে এখন কমে ১৬.৭৬ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার। এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৪৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮২.১৫ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts